জনপ্রশাসন সচিবকে তলব

 

স্টাফ রিপোর্টার: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরে জনবল নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এসব বিষয়ে মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ জানতে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান শিকদারকে তলব করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে কমিটির আগামী বৈঠকে তা উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। বেগম ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জিনাতুন নেসা তালুকদার ও আসমা জেরীন ঝুমু এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব মো. তরিক-উল-ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ক্ষেত্রে সামপ্রতিক সময়ে যে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে তার বিরুদ্ধে মহিলাবিষয়ক অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সারাদেশে সভা, সমাবেশ, প্রতিবাদ এবং মানববন্ধনের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত চেইন স্টোর ‘জঁয়িতা’র জন্য স্থায়ীভাবে বাণিজ্যিক ভবন বরাদ্দ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানোর সুপারিশ করা হয়েছে।