স্টাফ রিপোর্টার: উত্ত্যক্তকারীকে শাস্তি দেয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত। গতকাল শনিবার সকালে সাফাজ মোড়ে এ হামলায় নিহত নজরুল ইসলাম (৬৫) উল্লাপাড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামের চন্দ্রগাতি দাখিল মাদ্রাসার শিক্ষক ও প্রয়াত তমিন মণ্ডলের ছেলে।
এ সময় স্থানীয়রা ধারালো অস্ত্রসহ রুহুল আমিন (৩১) নামের এক যুবককে আটক করেছে। রুহুল আমিন শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।
শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সকালে নজরুল ইসলাম কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওতপেতে থাকা রুহুল আমিন ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
এ সময় স্থানীয় জনতা হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ডিগ্রিরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফণিন্দ্রনাথ জানান, মাসখানেক আগে রুহুল আমিন এক মেয়েকে উত্ত্যক্ত করলে মাদ্রাসা শিক্ষক বিষয়টি স্থানীয়দের জানান এবং এরপর একটি সালিশ বসে। ওই সালিশে সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিস্বরূপ রুহুল আমিনকে একদিন পুকুরের পানিতে দাঁড় করিয়ে রাখা হয়। এ কারণেই এ ঘটনা ঘটিয়েছে রুহুল আমিন।