মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের একটি ওয়েল্ডিং কারখানায় মেরামতকালে জ্বালানি তেল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাঙ্কলরি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়ার শাম্মী এন্টারপ্রাইজে মেরামত করতে আনা হয় হোসেন ফিলিং স্টেশনের জ্বালানি তেল বহনের কাজে ব্যাবহৃত একটি ট্যাঙ্কলরি। দুপুরের দিকে মেরামত কাজ চলছিলো। এক পর্যায়ে ট্রাঙ্কলরির ট্রাংকটির বিস্ফোরণ ঘটে। এতে ওয়েল্ডিং মিস্ত্রি মুস্তাকিম হোসেন (১৩), টুকুল হোসেন (২৬) ও আনোয়ার হোসেনসহ (৩২) চারজন আহত হয়। তাদেরকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। টুকুল ও আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ওই কারখানার প্রধান ওয়েল্ডিং মিস্ত্রি শাহাদত হোসেন জানিয়েছেন, মেরামতকালে ট্রাঙ্কে কোনো জ্বালানি তেল ছিলো না। কীভাবে বিষ্ফোরণ ঘটেছে তাও তারা বুঝতে পারছেন না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।