সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের নির্বাচনোত্তর মতবিনিময় করেন মজিবুল হক মালিক মজু। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের তাণ্ডবলীলা দেখেছেন, তারা ভোটারদের ভোট না পাওয়ার ভয়ে কেন্দ্রদখল, বিরোধীপক্ষকে কেন্দ্রের ভোট দিতে বাধা দিয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোট দিতে না পারায় যে কষ্ট পেয়েছেন সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। ক্ষমতাসীন নেতাকর্মীদের কথা শুনলে মনে হয় তারা দেবতা যে তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাদের চেহারা আপনারা গত ৩১ মার্চ দেখেছেন। তিনি আরো বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এ সময় তার সাথে ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ, বিএনপি নেতা লিটন, ছাত্রদল নেতা হাসমত আলী, হাবিবুর রহমান সাদিদসহ বিএনপি নেতৃবৃন্দ।