চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস গুরুতর অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সদর হাসপাতাল থেকে গতরাতে তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা ছিলো আশঙ্কাজনক।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্মসম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পল্লী বিদ্যুত সমিতির সাবেক চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাস নির্বাচনের পর থেকেই অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ফলে গতরাতেই ঢাকার স্কয়ার হাসপাতালের উদ্দেশে নেয়া হয়েছে। আসাদুল হক বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।

Leave a comment