স্টাফ রিপোর্টার: কয়েক মিনিটের ব্যবধানে ভূমিষ্ঠ হওয়া তিন সহোদরের চেহারায় যেমন মিল, তেমনই নামও রাখা হয়েছে মিল করে। শাহাবুল, মাহাবুল ও হাবিবুল। এরা গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূমিষ্ঠ হয়। উন্নত চিকিৎসার জন্য এদের মা ছালমা খাতুনসহ তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগরের বজলুর রহমানের স্ত্রী ছালমা খাতুনের এক ছেলে এক মেয়ের পর আবারও অন্তঃসত্ত্বা হন। কয়েক মাসের মাথায় আল্ট্রাসনো করে জানতে পারেন, তার গর্ভে রয়েছে যমজ সন্তান। এতোদিন ধরে ছালমা খাতুন ও তার স্বামী বজলুর রহমানসহ নিকটজনেরা জানতেন জমজ সন্তান আসছে। প্রসব বেদনা শুরু হলে নেয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল সকালে হাসপাতালে কয়েক মিনিটের ব্যবধানে পর পর তিন সন্তান প্রবস করেন ছালমা খাতুন। তিন সন্তানসহ সালমা খাতুনসহ তার তিন সন্তানের উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।