ট্রাক উল্টে আরোহী নিহত : চালক গুরুতর আহত

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বৈডাঙ্গা বাজারের অদূরে চাকা পাংচার

 

ঝিনাইদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গার অদূরে পুলের নিকট টায়ার পাংচার হয়ে উল্টেপড়া ট্রাক আরোহী নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চালক আছাদকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চালক আছাদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন।

নিহত ট্রাক আরোহী আজাদ (২৮) পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ট্রাকযোগে ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত আজাদ ঝিনাইদহের শৈলকুপার নবিরহাট গ্রামের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা বলেছেন, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈডাঙ্গার অদূরবর্তী পুলের নিকট ট্রাকের সামনের চাকা পাংচার হয়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে পড়ে। ট্রাকে থাকা রাজমিস্ত্রিসহ ট্রাকচালক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে আজাদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালক আছাদকে ফরিদপুরে নেয়া হয়।

Leave a comment