স্টাফ রিপোর্টার: প্রায় ১০ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে ফরিদপুরের ৪ জন। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদার লোকনাথপুরে একটি অটোরিকশা তল্লাশি করে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ এদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙা উপজেলার ছোট হামিরদি গ্রামের দুলাল মাতব্বরের ছেলে রিপন মাতব্বর (২২), একই গ্রামের হাকিম মিয়ার ছেলে নাসিম মিয়া (২২), সোহরাব মাতবরের ছেলে জাহিদ মাতব্বর (২৩) ও নগরকান্দা থানার রামেরচর গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লা (৩৬)। গতকালই এদেরকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশসূত্র বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ, এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার লোকনাথপুরে মাদকবিরোধী অভিযান শুরু করেন। একটি অটোরিকশা তল্লাশি করে রিকশার সিটের নিচ থেকে উদ্ধার করা হয় গাঁজা। আটক করা হয় ৪ জনকে। আটকের পর ৪ জন গাঁজা পাচারের কথা স্বীকার করে বলেছে, গাঁজাগুলো দর্শনা থেকে ঝিনাইদহের কমলের কাছে পৌছে দেয়ার জন্যই নেয়া হচ্ছিলো। গাঁজা পৌছে দিতে পারলে দিন হাজিরা হিসেবে টাকা দিতো।