রাশেদিন ইসরাঈল ও রুহুল নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক প্রতিনিধি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বুধবার পূর্বনির্ধারিত সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহকারী শিক্ষক শেখ মো. ইসরাঈল হোসেন, ওয়াহিদ মো. রাশেদিন আমীন ও প্রভাষক মো. রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার নবগঠিত পরিচালনা কমিটির সকল কাজে সহযোগিতা ও সমন্বয় সাধনের জন্য মাদরাসার শিক্ষকদের সাম্প্রতিক আলোচনায় শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দিন ঘোষণা করা হয়। গতকাল বুধবার ছিলো এ নির্বাচনের নির্ধারিত দিন। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাদরাসার ২৫ জন ভোটার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহকারী শিক্ষক শেখ মো. ইসরাঈল হোসেন ও ওয়াহিদ মো. রাশেদিন আমীন ১৮ ভোট এবং প্রভাষক মো. রুহুল আমিন ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আবুল হাশেম ৯ ভোট, সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. রকিবুল ইসলাম ৭ ভোট, প্রভাষক (রসায়ন) মহাম্মদ আতিয়ার রহমান ৫ ভোট এবং সহকারী শিক্ষক মো. লেলিন হোসেন ৩ ভোট পান। এ নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী এবতেদায়ী ক্কারী শিক্ষক মো. এবাদত হোসেন দাঁড়িয়া কোনো ভোট পাননি।
চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ সাইফুল্লাহ প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে সহযোগিতা করেন মাদরাসার অফিস সহকারী শুকুর মহাম্মদ ও মো. কাদির হাসান সাঈফ।