মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ উপজেলার ফতেপুরে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে জামায়াতের ইউনিয়ন আমির ইউপি সদস্য অহেদ আলীকে (৪৮) গ্রেফতার করেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, ইউপি সদস্য অহেদ আলী অফিস ভাঙচুর ,মুর্তি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। তার বাড়ি মহেশপুর উপজেলার একতারপুর গ্রামে বাড়ি। তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার।