মাধবপুরে বজ্রপাতে মাদরাসার ছাত্রসহ ৩ জন নিহত

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক বজ্রপাতের ঘটনায় মাদরাসার ছাত্রসহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বুল্লা ও নয়াপাড়ায় এ হতাহতের  ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের শফিক মিয়ার মেয়ে রেখা বেগম (১২) ও আহাম্মদ আলীর মেয়ে কালন বেগম (১০) তাদের বাড়ির পাশে গরু আনতে গেলে বজ্রপাতে মারা যায়।

অপরদিকে  উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা  গ্রামের নান্নু মিয়ার ছেলে ইটাখলা আলিয়া মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র তানজিল মিয়া (১৩) বাড়ি ফেরার পথে ইটাখলায় বজ্রপাতে মারা গেছে। একইদিন বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের নুর আলম (১৬) এবং বুল্লা গ্রামের গুরুতর গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী জাহেদা খাতুন (৫০), কড়রা গ্রামের সুবান মিয়ার ছেলে সুয়ব মিয়া (৫০) গুরুতর আহত হয়।

Leave a comment