স্টাফ রিপোর্টার: রঙ্গনা হেরাথের বিধ্বংসী বোলিঙে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ রানে হারলো কিউইরা। ৩ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে অনন্য রেকর্ড গড়লেন হেরাথ। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৬০ রান। চোটের কারণে ব্যাট করতে নামেনি অলরাউন্ডার কোরি এন্ডারসন। ম্যাচ সেরা হন হেরাথ। গতকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে লঙ্কানরা সংগ্রহ করে ১১৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মাহেলা জয়াবর্ধনে। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন নিশাম ও বোল্ট।
জবাবে ব্যাট করতে নেমে ধীরগতিতে ব্যাট করতে থাকে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। দলীয় ১৮ রানে গাপটিল আউট হওয়ার পর শূন্য রানে ম্যাককালামকে ফেরান হেরাথ। ষষ্ঠ ওভারে পঞ্চম ও শেষ বলে রস টেইলর ও নিশামকে শূন্য রানে ফেরান হেরাথ। আর এতেই ব্যাকফুটে চলে যায় কিউইরা। ওপেনার উইলিয়ামসন এক প্রাপ্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত ৪২ রানে রান আউটের শিকার হন তিনি। এ ম্যাচে কিউই ব্যাটসম্যান তিনি একাই দু অংকের ঘরে পৌঁছুতে সক্ষম হন। ৩ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে অনন্য রেকর্ড গড়লেন হেরাথ। এর আগে রেকর্ডটি ছিলো ওমর গুলের দখলে। সেটিও নিউজিল্যান্ডের বিপক্ষে। ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল।