ঝিনাইদহ মহেশপুরের যাদবপুর সীমান্তে র্যাব’র অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের সোনাসহ এক চোরাচালানীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল সোমবার সকাল ৭টায় দু কেজি ৪শ গ্রাম ওজনের ২৪টি সোনার বার উদ্ধার করে। আটক সরোয়ার হোসেন (২৮) মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের এলাহী বক্স মণ্ডলের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন কয়েকজন চোরাচালানী একটি সোনার চালান ঢাকার আমিনবাজার থেকে ভারতে পাচারের জন্য মহেশপুর সীমান্তে নিয়ে গেছে। র্যাবের একটি দল যাদবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন চোরাচালানীকে আটক করে। তার পায়ের জুতা তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।