মুজিবনগরে ইটভাটায় চাঁদাবাজদের হামলা : সাত শ্রমিক আহত

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ইটভাটায় আবারো হানা দিয়েছে চাঁদাবাজরা। চাঁদার দাবিতে ইটভাটার সাত শ্রমিককে পেটানো হয়েছে। গুরুতর আহত চার শ্রমিককে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার মধ্যরাতে হিরা ও মুকুট নামের দুটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহতসূত্রে জানা গেছে, গৌরিনগরে অবস্থিত হিরা ইটভাটায় রাত ১২টার দিকে ১৫/২০ জন অস্ত্রধারী চাঁদাবাজ হামলা চালায়। কর্মরত শ্রমিক আলামিন হোসেন (২৫) ও শরিফ উদ্দীনকে (২৭) ধরে পার্শ্ববর্তী মফেল উদ্দীনের আমবাগানে নিয়ে যায়। হাত-পা বেঁধে উপুর্যপরি পিটিয়ে স্থান ত্যাগ করে চাঁদাবাজরা। রাতেই আহত দু শ্রমিককে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে পার্শ্ববর্তী মুকুট ইটভাটায় হামলা চালিয়ে শ্রমিকদের পেটাতে থাকে। কর্মরত শ্রমিক জিনারুল ইসলাম (৪০), শিপন হোসেন (২২), আব্দুস সাত্তার (৫৫), সিরাজ হোসেন (৪০) ও সাহাব উদ্দীন (৪০) আহত হয়। এদের মধ্যে জিনারুল ও শিপনকে সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শ্রমিকরা আরো জানিয়েছেন, দু লাখ টাকা প্রতি ইটভাটায় রাখতে বলেছে চাঁদাবাজরা। পরে এসে তারা নিয়ে যাবে। চাঁদা না দিলে পরবর্তীতে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a comment