মেহেরপুর অফিস: দামুড়হুদা চালুলিয়ার সেই সবুজ জামিনে মুক্ত হওয়ার কছুদিনের মাথায় আবারও গ্রেফতার হয়েছে। মেহেরপুর থানা ও গোয়েন্দাপুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বেলেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার ভাড়া বাসা থেকে সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে। প্রায় এক ডজন মামলা নিষ্পত্তি শেষে প্রায় ৬ মাস আগে সে হাজতমুক্ত হয়ে মেহেরপুর শহরে বসবাস শুরু করে।
মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, সবুজ সম্প্রতি আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। সে একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক প্রধান ছিলো।
এদিকে রোববার রাতেই মেহেরপুর সদর থানার এসআই সুফল বাদী হয়ে সবুজের নামে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বলেছে, সবুজ জামিনে মুক্ত হওয়ার পর মেহেরপুরে অবস্থান নিয়ে চাঁদাবাজি করে আসছিলো। অবশ্য সবুজের পরিবারের সদস্যরা বলেছে, সে জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলো। সে মেহেরপুর জেলা শহরের স্টেডিয়ামপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। একটি কুচক্রিমহল তাকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।