আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী গ্রামে গতকাল সোমবার বিকেলে সর্পদংশনে আনার মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। হারদী গ্রামের হাসপাতাল পাড়ার সাপের ওঝা ইব্রাহিম ঝাঁড়ফুক করে পায়ের বাঁধন খুলে দেয়ার পরপরই তার মৃত্যু হয়।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের মাঠপাড়ার মৃত খোকাই মণ্ডলের ছেলে আনার মণ্ডল গতকাল দুপুরে গরু চরাতে যান। এ সময় তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেলে পানবরজ থেকে তার খুঁজে স্যান্ডেল সারার জন্য যান। এ সময় পানবরজে থাকা জাত সাপ আনার মণ্ডলকে দংশন করে। বাড়ির লোকজন গ্রামের ওঝা হাসপাতালপাড়ার ইব্রাহিমকে ডেকে আনে। ওঝা এসে ঝাঁড়ফুক করে পায়ের বাঁধন খুলে দিতে বলে। তার পায়ের বাঁধন খুলে দেয়ার সাথে সাথে আনার মণ্ডল মৃত্যুর কোলে ঢলে পড়েন। আনার মণ্ডলের এ মৃত্যুর ঘটনার জন্য ওঝা ইব্রাহিমকে গ্রামের লোকজন দোষারোপ করেছে। গতকালই নিহতের লাশ তার নিজ গ্রামে দাফন করা হয়েছে।