ছাদ থেকে পড়ে শিশু আপনের মর্মান্তিক মৃত্যু

 

বিদ্যালয় আঙিনা থেকে গুরুতর আহত অবস্থায় শিশু নাসিম উদ্ধার

স্টাফ রিপোর্টার: নানা বাড়ি দামুড়হুদা চারুলিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে উজিরপুরের ৭ বছরের শিশু আপন মারা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ছাদে উঠে খেলতে গেলে সে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

লাশ আপনের দাদা বাড়ির লোকজন নিয়ে গেলেও আপনের মা রূপালী খাতুন অসহায় হয়ে পড়েন। অপরদিকে কুড়ুলগাছি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র নাসিম বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে বিদ্যালয়ের ছাদ থেকে অথবা গাছ থেকে পড়ে আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাসিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার উজিরপুর ভাটাপাড়ান আজিজুল হকের ছেলে আপনকে সাথে নিয়ে গতকালই আপনের মা রূপালী বেড়ানোর জন্য চারুলিয়া গ্রামে যায়। নানাবাড়ির ঘরের ছাদে খেলতে গিয়ে আছড়ে পড়ে গুরুতর আহত হয় আপন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আপনের দাদা বাড়ির লোকজন লাশ নিয়ে উজিরপুরে ফেরেন। রূপালী খাতুন হাসপাতালে অসহায় হয়ে পড়েন। তাকে অবশ্য তার পিতার বাড়ির লোকজন সাথে নেয় উজিরপুরের উদ্দেশে রওনা হন।

এদিকে দামুড়হুদার কুড়ুলগাছি পশ্চিমপাড়ার আনোয়ার হোসেন মিণ্টুর ছেলে নাসিম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। সে গতকাল বিদ্যালয়ে যায়। বিদ্যালয় আঙিনায় গাছের নিচ থেকে বেলা ৩টার দিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সে বিদ্যালয়ের ছাদে উঠে নাকি গাছে উঠে পড়ে গুরুতর আহত হয়েছে তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। অর্থের অভাবে তাকে গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া যায়নি। তবে আজ নেয়া হতে পারে। সংশ্লিষ্টসূত্র এরকমই তথ্য দিয়েছে।

Leave a comment