মালয়েশিয়া নেমেই বিক্ষোভে ফেটে পড়লেন চীনা স্বজনেরা

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার নিখোঁজ বিমানে থাকা চীনা যাত্রীদের স্বজনেরা গতকাল রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই বিক্ষোভে ফেটে পড়েছেন। ওই বিমানের ১৫৩ চীনা যাত্রীদের স্বজনদের একাংশ গতকাল বেইজিং থেকে মালয়েশিয়া যান। বিমানবন্দরে নেমেই আমাদের সত্য জানাও বলে স্লোগান দেন এই স্বজনেরা। পরে কুয়ালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনের ব্যানারে চীনা ভাষায় লেখা ছিলো আমরা সত্য, প্রমাণ, সম্মান চাই। আর ইংরেজিতে লেখা ছিলো ‘খুনিদের হস্তান্তর কর, আমাদের স্বজনদের ফিরিয়ে দাও’। নিখোঁজ বিমানটির সম্পর্কে মালয়েশিয়া সরকার এ পর্যন্ত যেসব তথ্য দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন স্বজনেরা। তারা বিমানটি নিখোঁজের জন্য মালয়েশীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

Leave a comment