কালীগঞ্জে বাস শ্রমিককে মারপিট করায় যশোর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাস শ্রমিককে মারপিট করায় যশোর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা চরম দুর্ভোগ শিকার হচ্ছে। কালীগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী মন্টু জানান, গতকাল রোববার সকালে যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের চালকের সাথে চুয়াডাঙ্গার এক অটো টেম্পু শ্রমিক সাথে জীবননগর বাসস্ট্যান্ডে সাইট দেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে জীবননগর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শাপলা পরিবহনের চালককে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে কালীগঞ্জ শ্রমিকরা যশোর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগ শিকার হচ্ছে।

 

Leave a comment