মেহেরপুর অফিস : বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার মিথ্যাচারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শেষে হোটেল বাজার মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেল বাজার মোড়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সদর থানা ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার, গাংনী থানা ছাত্রলীগের সভাপতি বিপ্লব হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক শোভন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল প্রমুখ।