মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ফুটেজে দেখা গেছে, দেশটির লৌহমানবখ্যাত প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাদি গাদ্দাফি (৪০) জেল থেকে দেয়া এক ভিডিও বার্তায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন। ওই ভিডিও ফুটেজে সাদিকে বলতে দেখা গেছে, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করায় আমি লিবিয়ার জনগণের কাছে ক্ষমা চাই। আমি স্বীকার করছি যে, ওই কর্মকাণ্ডগুলো ভুল ছিলো এবং আমাদের এ কাজগুলো করা উচিত হয়নি। কারাগারে বন্দি অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। একই সাথে যাদের কাছে অস্ত্র রয়েছে, সেগুলো কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন সাদি। ত্রিপোলির কারা কর্তৃপক্ষ যে ভিডিওটি প্রকাশ করেছে, তাতে সাদিকে মাথার চুল কামানো ও কয়েদীদের জন্য নির্ধারিত নীল পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।