সদর উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজুর চিংড়ি মাছ প্রতীকের পক্ষে দিনভর গণসংযোগ, বিকেলে মতবিনিময়সভা ও রাতে উঠান বৈঠকের আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি নেতা শরিফুজ্জামান শরিফ। গতকাল শুক্রবার সকাল থেকে রাত অবধি চিংড়ি মাছ প্রতীকের পক্ষে বিভিন্ন ইউনিয়নে তিনি জোর প্রচারণা চালান। সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার, জালশুকা, হিজলগাড়ি, বদরগঞ্জ, সরোজগঞ্জ বাজারসহ বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সাথে চিংড়ি মাছ প্রতীকের পক্ষে মতবিনিময় করেন। এ সময় বিএনপি নেতা শরিফুজ্জামান শরিফ বলেন, মজিবুল হক মালিক মজু হচ্ছেন গণ মানুষের পরিক্ষিত বন্ধু। তিনি সংগঠন ও সাধারণ মানুষের জন্য যথেষ্ট শ্রম ও ত্যাগ স্বীকার করেন। আপনাদের মূল্যবান ভোট পাওয়ার অধিকার তার আছে বলে আমি মনে করি। এখন সময় এসেছে তার কাজের মূল্যায়ন করার, তাকে এ নির্বাচনে বিজয়ী করে উপজেলা বাসীর সেবা করার পথ প্রশস্ত করায় হবে আমাদের একমাত্র লক্ষ্য। গণসংযোগকালে সাবেক এ ছাত্রদল নেতা শরিফুজ্জামান শরিফের সাথে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান সিজার, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ উদ্দীন মুকুল, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা যুবদলের সদস্য মামুন রেজা সবুজ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজীব খান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহম্মেদ পিন্টু, যুবদল নেতা শফিউল হক সালাম, বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জেলা তরুনদলের যুগ্মআহ্বায়ক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক সুমন পারভেজ খান, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম হোসেন বিপ্লব, বিএনপি নেতা হাফিজ উদ্দিন হাবলু, যুগ্মআহ্বায়ক মোমিনুর রহমান মোমিন, আপিল উদ্দীন উজ্জ্বল ও রুবেল।
বিকেলে মজিবুল হক মালিক মজুর চিংড়ি মাছ প্রতীকের পক্ষে আকুন্দবাড়িয়ায় এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিএনপি নেতা শরিফুজ্জামান শরিফ। স্থানীয় নির্বাচনী অফিসে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ আলী। বিএনপি নেতা নাহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সন্ধ্যার পর হাতিকাটায় বিএনপি নেতা অ্যাড. আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে চিংড়ি মাছ প্রতীকের পক্ষে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপি নেতা শরিফুজ্জামান শরিফ। সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টুর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক, বিএনপি নেতা জাহিদ টিপু। এ সময় সফর সঙ্গী ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।