স্টাফ রিপোর্টার: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের স্থগিত চার জেলার চার উপজেলায় ৩৩ কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। এসব কেন্দ্রে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনে অনিয়ম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোট ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে চার উপজেলায় ১০টি কেন্দ্রের ভোট সংখ্যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় আবার ভোটের প্রয়োজন হচ্ছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হলেও সে কেন্দ্রের ভোটের ওপর কোনো প্রার্থীরই জয় পরাজয়ের বিষয়টি নির্ভর করছে না। ফলে পুনরায় নির্বাচনের আপাতত সিদ্ধান্ত নেই। পুনরায় ভোট হবে এমন কেন্দ্রগুলো হলো, ভাইস চেয়ারম্যান পদের জন্য সিলেটের কানাইঘাটে একটি, কুমিল্লার বড়ুরায় দুটি, কক্সবাজারের কুতুবদিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের জন্য দুটি, পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যানের জন্য পাঁচটি কেন্দ্রে ভোট নেয়া হবে।