গাংনীর চেংগাড়ায় তামাকঘরে অগ্নিকাণ্ড

 


গাংনী প্রতিনিধি: কৃষক শরিফ উদ্দীনের তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাত ১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, চেংগাড়া মণ্ডলপাড়ার মঙ্গল বিশ্বাসের ছেলে কৃষক শরিফ উদ্দীন বাড়ির আঙিণায় তামাকঘরে তামাক পাতা শুকানোর কাজ করছিলেন। এ সময় জ্বালানি থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা তামাকঘরে। বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় খবর দেয়া হয় মেহেরপুর দমকল সদস্যদের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে মেহেরপুর দমকল (ফায়ার সার্ভিস) স্টেশন অফিসার সেলিম রেজা জানান, আগুন নেভানোর পাশাপাশি আগুনের কবল থেকে ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা গেছে। সেইসাথে আশেপাশের বাড়িঘরগুলো রক্ষা পেয়েছে।

Leave a comment