নতুন জায়গায়ও ভাসমান বস্তুর খোঁজ মিলেছে

মাথাভাঙ্গা মনিটর: ভারত মহাসাগরের নতুন জায়গায় তল্লাশি চালিয়ে আরও কিছু ভাসমান বস্তুর খোঁজ পেয়েছে পাঁচটি বিমান। ভাসমান বস্তুগুলো নীল ও শাদা রঙের। আকৃতি আয়তাকার। আজ শনিবার ঘটনাস্থলে চীনের একটি জাহাজ পৌঁছুবে। তখন ভাসমান বস্তুগুলোর ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যাবে। প্রকাশিত খবরে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এ এমএসএ) এক বিবৃতিতে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

আরও জানায়, নিউজিল্যান্ডের বিমানবাহিনী প্রথম সাগরের ওই নতুন জায়গায় ভাসমান বস্তুগুলো চিহ্নিত করে। অনুসন্ধানকাজে নিয়োজিত অস্ট্রেলিয়ার একটি বিমান দুটি নীল রঙের অথবা ধূসর রঙের আয়তাকার বস্তু চিহ্নিত করে। পরে তল্লাশিকাজে নিয়োজিত বাকি তিনটি বিমানও একই ধরনের বস্তুর খোঁজ পাওয়ার খবর জানায়।

Leave a comment