মাথাভাঙ্গা মনিটর: আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলা করেছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গতকাল শুক্রবার সন্ধ্যায় হরিয়ানা রাজ্যে নির্বাচনী প্রচারের সময় লোকটি অতর্কিতে কেজরিওয়ালের ঘাড়ে আঘাত করেন। একটি খবরে বলা হয়, হরিয়ানার চরকি দাদ্রি এলাকায় ওই হামলা হয়। হামলার কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে ধরে ধোলাই দেয় এএপির সমর্থকেরা। হামলার পর এক টুইটার-বার্তায় কেজরিওয়াল বলেন, এই মাত্র কেউ একজন আমার ঘাড়ে আঘাত করেছে। তাদের কাছ থেকে এ ধরনের সহিংস প্রতিক্রিয়াই কাম্য ছিলো। এ ধরনের সহিংসতার মাধ্যমে তাদের আসল রূপ বের হয়ে এসেছে। পরে আরেক টুইটার-বার্তায় কেজরিওয়াল সমর্থকদের সতর্ক করে বলেন, আমরা সহিংস হলে আমাদের আন্দোলন শেষ হয়ে যেতো। তাই দয়া করে ভবিষ্যতে আমিসহ আমাদের দলের ওপর হামলা হলে তাদের প্রতি অসহিংস আচরণ করা উচিত আমাদের।