গাংনী প্রতিনিধি: জনস্বাস্থ্যের মানোন্নয়নে খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইনের আওতায় মেহেরপুর গাংনীতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বিধান চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এসএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান। মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রণকারী খাদ্য ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, ঈমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ঘরণী নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।