দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আসন্ন। এ নির্বাচনের লক্ষ্যে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা পর্ষদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভায় নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ক্লাবের উপদেষ্টা হাজি আকমত আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটির অন্যরা হলেন- ক্লাবের অন্যতম উপদেষ্টা আ. মমিন ও ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। এ কমিটির সার্বিক সহযোগিতার জন্য দায়িত্ব পালন করবেন ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হাজি খালেকুজ্জামান ও অ্যাড. সুজাউদ্দিন। সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের আহ্বায়ক হারুন রাজু। উপস্থিত ছিলেন যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন, আজিমুদ্দিন আহম্মেদ প্রমুখ। নির্বাচন পরিচালনা পর্ষদ অচিরেই ঘোষণা করবে নির্বাচনী তফশিল। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বিভিন্ন অভিযোগে ক্লাব থেকে সাময়িক বহিষ্কৃত সদস্য জিল্লুর রহমান মধু, শিপন রহমান ও মেহেদী হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের সদস্যপদ বহাল করা হয়েছে। বৈঠকে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হাজি আকমত আলী, বিশিষ্ট শিক্ষাবীদ মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া আলম, বিশিষ্ট সমাজসেবক আ. মোমিন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আনোয়ার হোসেন, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত ডিজিএম হাজি খালেকুজ্জামান, বিশিষ্ট আইনজীবী অ্যাড. সুজাউদ্দিন, ক্লাবের আহ্বায়ক হারুন রাজু, যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন ও আজিমুদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।