চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপির স্মারকলিপি পেশ

 

জীবননগর ব্যুরো জানিয়েছে,  গত ২৩ মার্চ চতুর্থ দফায় ঘোষিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি, পোলিং এজেন্ডদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জীবননগর বিএনপির পক্ষ থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাজেদুর রহমানের পক্ষে অফিসের দায়িত্বপ্রাপ্ত সিএ ইসমাইল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখিত স্মারক লিপিতে বলা হয়, গত ২৩ মার্চ ২০১৪ চতুর্থ দফায় জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শুরুর সময় সকাল ৮টা হইতে সাড়ে ১০টার মধ্যে ৫৩টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রাথীর পোলিং এজেন্ট বাদে অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ভোটারদের ভয় ভিতি দেখিয়ে  ভোট দানে বাঁধা, কেন্দ্রে যেতে বাঁধা, কেন্দ্রে লাইনে দাড়ানো ভোটারদের কেন্দ্র হতে তাড়িয়ে দেওয়ার পর ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীসহ বহিরাগত সন্ত্রাসীরা বুথের দরজা বন্ধ করে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের কাছ থেকে ব্যালট বহি ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস মার্কায় সীল মেরে ব্যালট বাক্সে ভর্তি করতে থাকে। এ ছাড়া কর্ন্দপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ব্যাক্তিরা ককটেল বোমা ফাটিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে পুড়িয়ে ফেলে। এ সব ঘটনায় ভোট কেন্দ্রে নিরাপত্তা কর্মী পুলিশ, প্রিজাইডিং অফিসার, স্ট্রাইকিং ফোর্সের কাছে সহযোগিতা চাওয়া হলে কোন সহযোগিতা পাওয়া যায়নি। এ ছাড়া গত ২৩ শে মার্চ বেলা সাড়ে ১১ টার সময় বিএনপি সমর্থিত প্রার্থী হাজি সাইদুর রহমান (ধুন্দু) জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাজেদুর রহমানের কাছে উপস্থিত হয়ে  নির্বাচন স্থাগিত করার লিখিত আবেদন করেন।             এ ছাড়া ঘটনা তদন্ত পূর্বক, ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, অনিয়ম ও নীল নকশার নির্বাচন বাতিল করে পুনঃ তফসীলের মাধ্যমে সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাজেদুর রহমানের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি সাইদুর রহমান ধুন্দু, উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আরোয়ার হোসেন খাঁন খোকন, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিকী, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক উসমান গণি প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, চতুর্থ দফা উপজেলা নির্বাচনে নজিরবিহীন কারচুপি, ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও সরকার নিজেদের অনুকূলে ভোটের রায় ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঝিনাইদহে উপজেলা পরিষদ ঘেরাও এবং স্মারকলিপি পেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকা বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল নিয়ে সদর উপজেলা পরিষদ কার্যালয় ঘেরা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের নিকট স্মারকলিপি পেশ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, আবদুল মজিদ, আক্তারুজ্জামান, আশরাফুল ইসলাম পিন্টু ও মিজানুর রহমান সুজন উপস্থিত ছিলেন।

Leave a comment