মাথাভাঙ্গা অনলাইন : কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের শিমুলতলা মীর আব্দুল করিম কলেজের সামনে সিএনজিবাহী একটি ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকের চালক রানা কুষ্টিয়া শহরতলীর মিলপাড়া এলাকার জয়নুল আবেদীনের ছেলে ও হেলপার খোকন সদর উপজেলার কুমারগাড়া এলাকার নন্দ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, এম আর এস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সিএনজিবাহী একটি ট্রাক কলেজের সামনে বিকল হয়ে গেলে ওই ট্রাকের চালক হেলপার তা মেরামত করছিলেন। এসময় পাবনা থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক ট্রাক চালককে আটক করতে পারেনি