মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় ২য় রাউন্ডে বামনপাড়া বটতলা একাদশ ও মেহেরপুর দুরন্ত হোটেল বাজারের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
গতকাল বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১১-১ সেটে মেহেরপুর কোলা ইলেভেন স্টারকে পরাজিত করে। বামনপাড়া বটতলা একাদশের পক্ষে ইকলাব ৪টি, সাদ্দাত ৩টি, বাসিউর ২টি এবং মিন্নাত ও রিপন একটি করে গোল করে। কোলা ইলেভেন স্টারের পক্ষে মাসুম একমাত্র গোলটি করে। দিনের অপর খেলায় মেহেরপুর দুরন্ত হোটেল বাজার ১০-৪ গোলে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে। দুরন্ত হোটেল বাজারের পক্ষে মেঘলা ৮টি এবং আবির ও আজিজুল একটি করে গোল করে। টাউন ক্লাবের পক্ষে বাবু ৩টি ও রাসেল একটি গোল করে।