জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান ছাব্দার, থানা আ.লীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার ডা. নুরুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার প্রমুখ।