দামুড়হুদায় দু সহোদরের সাড়ে তিন বিঘা ফলন্ত আমবাগান কেটে তছরুপ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জিরাট গ্রামের বলদেগাড়ির মাঠে দুর্বৃত্তরা সানোয়ার হোসেন ও রবিউল ইসলাম নামের সহোদর দু কৃষকের সাড়ে তিন বিঘা ফলন্ত আমবাগান ও চারা আমগাছ কেটে তছরুপ করেছে। গত মঙ্গলবার রাতে যেকোনো সময় বাগানের দু শতাধিক গাছ কেটে ফেলা হয়।

রবিউল ইসলাম জানান, সাতবছর আগে তারা দু ভাই একইসাথে আমবাগান করেন। গত দু বছর আম বিক্রি করেছেন। এবছরও আমের যে পরিমাণ গুঁটি হয়েছে তাতে দু লাখ টাকার বেশিমূল্যে আম বিক্রি হতো। কিন্তু, কি কারণে কারা বাগানের গাছগুলো কেটেছে তা বোঝা যাচ্ছে না। সানোয়ার হোসেন দাবি করেন, এতে তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি  দামুড়হুদা থানায় মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

Leave a comment