স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রিয়াজ উদ্দীনের বাড়িতে গতরাতে আয়োজিত চিশ্চতিয়া তরিকার গানের আয়োজন ভেস্তে দিয়েছে এলাকার কিছু মানুষ। মধ্যরাতে ইটপাটকেল নিক্ষেপ করলে গানের আয়োজন ভেস্তে যায়। মৃত জবেদ আলীর ছেলে রিয়াজ উদ্দীনের বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় গানের আয়োজন করা হয়। মধ্যরাতে ইটপটকেল নিক্ষেপ করলে আয়োজন ভেস্তে যায়। আয়োজক বলেছেন, কিছু ব্যক্তি বিকেলে গানের আয়োজন করতে বারণ করে। প্রতিবছর এ আয়োজন করা হয় বলে জানিয়ে তা অব্যাহত রাখা হলে রাতে ইটপাটকের নিক্ষেপ করে আয়োজন ভেস্তে দিয়েছে।