আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়ার পোকামারীপাড়ার আব্দুস সালাম ব্যাপারীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার দিন গত মধ্যরাতে ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা পয়সা না পেয়ে গৃহকর্ত্রী মা ও তার মেয়েকে মারধর করেছে। ডাকাতদল ১টি মোবাইলফোন ও ২টি হাতঘড়ি ছিনিয়ে নিয়ে ফিরে যাওয়ার সময় ১টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়।
গৃহকর্তা আব্দুস সালাম ব্যাপারী মাথাভাঙ্গার এ প্রতিনিধিকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের মুখবাঁধা ডাকাত দল বাড়ির মধ্যে প্রবেশ করে নাম ধরে ডাকতে থাকে। ডাকে সাড়া দিলে তারা দরজা খুলতে বলে। দরজা খুলতে আপত্তি করায় ডাকাতদল জোরপূর্বক দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে বিছানা ও আসবাবপত্র অলট-পালট করে লণ্ডভণ্ড করে। নগদ টাকা ও সোনার গয়না গাটি না পেয়ে গৃহকর্ত্রী নুরনাহার বেগম ও মেয়ে সোনিয়া খাতুনকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় ১টি মোবাইলফোন ও ২টি হাতঘড়ি লুট করে নেয়। গৃহকর্ত্তার আত্মচিৎকারে প্রতিবেশীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ডাকাতদল অবস্থা বেগতিক বুঝে ১টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে র্নিবিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে জীবননগর থানার ওসি সিকদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ বলেছে, সেখানে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। ছিঁচকে চুরির ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হচ্ছে।