জীবননগর ব্যুরো: জীবননগরে চাঁদাবাজ চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদাবাজ সন্দেহে উপজেলার হাইস্কুল সড়কে অবস্থিত মিজান ওয়ার্কসপের কর্মচারী সোহাগ (১৪) ও হাবিবকে (১৮) আটক করা হয়।
থানাসূত্রে জানা গেছে, উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের মহিবুল ইসলামের ছেলে সোহাগ ও আবু তালেবের ছেলে হাবিব বেস কিছু দিন থেকে উপজেলার ইটভাটা মালিকদের কাছে মোবাইলফোনে চাঁদা দাবি করে আসছিলো। এক পর্যায়ে ইটভাটা মালিকরা বিষয়টি থানা পুলিশকে জানালে মঙ্গলবার মোবাইলের সূত্র ধরে পুলিশ উপজেলা শহরের হাইস্কুলের সম্মুখে অবস্থিত মিজান ওয়ার্কসপের কর্মচারী সোহাগ হাবিবকে আটক করে। এ ব্যাপারে ওসি শিকদার মশিউর রহমান জানান, চাঁদাবাজ সন্ধেহে আটককৃত দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।