চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান : সুলতানপুরের রাজু ২৪ বোতল ফেনিসিডিলসহ আটক

 

স্টাফ রিপোর্টার: ফেনসিডিলসহ দামুড়হুদা সুলতানপুরের রাজু আহম্মেদ (২২) চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টমোড় থেকে তাকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সে একটি বাস থেকে নামার সাথে সাথে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। সে শপিংব্যাগে করে ফেনসিডিল পাচার করছিলো বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের নাজমুল হকের ছেলে রাজু আহম্মেদ একটি বাসযোগে চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড়ে নামে। হাতে ছিলো দুটি শপিং ব্যাগ। গোয়েন্দা পুলিশ পূর্ব থেকেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অপেক্ষা করছিলো। ব্যাগ দুটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেনসিডিল। রাজু আহম্মেদকে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্বে ছিলেন ডিবির এসআই খালিদ। তিনিই মামলার বাদী হয়েছেন। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment