স্টাফ রিপোর্টার: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয়, আঞ্চলিক ও জেলার পুরোনো সড়কগুলোতে টোল আরোপ করা হবে না। তবে নতুনভাবে কোনো সড়ক হলে টোল আরোপ করা হবে কি-না, সরকার পরে সে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের। গত সোমবার মন্ত্রিসভা টোল নীতিমালা-২০১৪ অনুমোদন করে। এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে ১৮৫১ সালের টোল অ্যাক্ট অনুযায়ী জারিকৃত বিভিন্ন প্রজ্ঞাপন, সার্কুলার, আদেশ ইত্যাদির মাধ্যমে অর্থ বিভাগের সম্মতিক্রমে টোল আদায় করা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে টোল আদায় পদ্ধতি স্বচ্ছ, আধুনিক, যুগোপযোগী ও সমন্বিত করার লক্ষ্যে টোল নীতিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।