প্রেমঘটিত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে ৪০ বছর কারাদণ্ড…

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশি বংশোদ্ভূত মাহফুজ হক (৪৭) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রায় ২৫ বছর আগে স্বদেশে পালিয়ে এসেছিলেন। তার সাবেক প্রেমিকা ক্রিস্টিন মাটজফেল্ডের সঙ্গে নতুন প্রেমিক টড কেলির মেলামেশার বিষয়টি মেনে নিতে না পেরে তিনি টডকে নির্মম ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। ২৫ বছর আগের ওই অপরাধে গতকাল মাহফুজকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। স্টেউবেন কাউন্টির জনাকীর্ণ আদালতে এ রায় শোনার পর কৃতকর্মের জন্য ভীষণ অনুতপ্ত মাহফুজ কান্নায় ভেঙে পড়েন। সুপেরিয়র কোর্টের বিচারক উইলিয়াম ফি রায় ঘোষণা করেন। মাহফুজ বৈধভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ১৯৮৯ সালের ৯ আগস্ট উপর্যুপরি ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ টড কেলিকে হ্যামিল্টনে তার নিজ বাড়িতে হত্যা করেন মাহফুজ। গত বছরের নভেম্বরে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। কেলিকে হত্যার পর মাহফুজ যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। কিন্তু, এক্সট্র্যাডিশন আইনের কারণে যুক্তরাষ্ট্র সার্বভৌম একটি দেশের গণ্ডি পেরিয়ে মাহফুজকে তখন গ্রেফতার করতে পারেনি। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে গ্রেফতার হন মাহফুজ। নয়াদিল্লিতে টেবিল টেনিসের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের সময় তাকে আটক করা হয়। গত বছরের জুলাইয়ে তাকে ইন্ডিয়ানাতে পাঠিয়ে দেয়া হয়।

Leave a comment