মাথাভাঙ্গা মনিটর: ‘মা, বাবা তোমাদের ছাড়া আমরা কী করবো?, ‘আমরা সত্য জানতে চাই’, ‘মালয়েশিয়ার কাছে আমরা সত্য জানতে চাই’-এ রকমই সব ব্যানার হাতে আজ নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনেরা জড়ো হয়েছিলেন চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়ার দূতাবাসের সামনে। এ সময় স্বজনদের চোখে জল, মুখে বেদনা আর রাগের ছাপ। বিক্ষুব্ধ তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক কুয়ালালামপুরে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে গিয়ে ধ্বংস হয়েছে। উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই। এ ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েছেন স্বজনেরা।