আজ টাইগারদের সুপার টেন লড়াই শুরু

 

স্টাফ রিপোর্টার: সুপার টেনে ওঠার পর আজ মঙ্গলবার প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ দল। সন্ধ্যা সাড়ে ৭টায় টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। সুপার টেনে মাঠে নামার আগেই দু দল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। একদিকে বাছাইপর্বে হংকঙের মতো আনকোরা দলের বিপক্ষে হারের জন্য বেশ সমালোচিত হয়েছে টাইগাররা, আর অন্যদিকে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে নাকানিচুবানি খাওয়া ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও সরস সমালোচনা হচ্ছে।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু, আর তৃতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে চাইবে। স্বাগতিক হিসেবে প্রথম ম্যাচে জয়টা হাতছাড়া করতে চাইবে না মুশফিকের দল। পরিসংখ্যানে দেখা যায় লড়াইয়ে দু দলই সমান। এ পর্যন্ত মোট চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছিলো। এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরেছিলেন মুশফিকরা। আবার ২০১১ সালে সফরে এসে মুশফিকদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে তিন উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ, অবশ্য ২০১২ সালের সফরে এসে তারা জয় পায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে আজ মঙ্গলবারের ম্যাচটি বাংলাদেশি দর্শকদের জন্য সবচেয়ে বেশি আগ্রহের। ভালো করার জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে জিয়াউর রহমানকে। এখন দেখা যাক লড়াইয়ে টাইগারদের জয়ের সম্ভাবনা কতোটুকু।

Leave a comment