ভাইস চেয়ারম্যান পদে ঝন্টুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মফিজুর রহমান মনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুর রশিদ ঝন্টুকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী মফিজুর রহমান মনা। গতকাল রোববার সন্ধ্যায় শহরের পান্না সিনেমা হল সংলগ্ন কর্নেল কামরুজ্জামানের অফিসে আনুষ্ঠানিকভাবে এ সমর্থন দেন তিনি। এ সময় মফিজুর রহমান মনা তার প্রতিক্রিয়ায় বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি থেকে ভাইস চেয়ারম্যান পদে আমরা দুজন প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। কিন্তু দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ঝন্টুকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, একই সাথে আমার পক্ষের সকল নেতাকর্মীরা ঝন্টুর চশমা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই প্রতিক্রিয়ায় সাইফুর রশিদ ঝন্টু বলেন, দলকে ভালোবেসে মনা ভাই যে উদার মনের পরিচয় দিয়ে আমাকে সমর্থন দিলেন এর জন্য আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো। একই সাথে চশমা প্রতীককে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের কাছেও তিনি ভোট প্রার্থনা করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রচার সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, যুবদল নেতা বিলু, আব্দুল করিমসহ বিভিন্ন ইউননিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment