স্টাপ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা জুড়ানপুরের ঘরজামাই বজলুর রহমানকে কুপিয়ে জখম করা হয়েছে। একই সাথে তার প্রথম স্ত্রী সুফিয়াকে মারধর করা হয়েছে। গতরাত ১২টার দিকে বজলুর রহমানের খণ্ডকালীন স্ত্রীর বর্তমান স্বামী একই গ্রামের মহাশিন মারধর করে বলে বজলুর রহমান অভিযোগ করেছেন।
বজলুর রহমান ও তার স্ত্রী সুফিয়া খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজলু বলেছে, মহাশিনের স্ত্রী রেহেনা আমার সাথে বিয়ে করে কিছুদিন সংসার করে। সে আবার মহাশিনের ঘরে ফিরেছে। এ নিয়ে মহাশিনের সাথে বিরোধ। মামলাও করা হয়েছে। তারই জের ধরে মহাশিন গতরাত ১২টার দিকে হানা দিয়ে মারধর করে।
বজলুর রহমান এসব তথ্য দিলেও জুড়ানপুরে প্রকৃতপক্ষে কী ঘটেছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।