পত্রিকায় ও টিভি চ্যানেলে পরিবেশিত বহিষ্কারাদেশ মিথ্যা দাবি করে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাড্ডুর সাংবাদিক সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা বিএনপির একাংশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন লাড্ডুকে বহিষ্কার বিষয়ে চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকায় ও টিভি চ্যানেলে যে সংবাদ পরিবেশিত হয়েছে তার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি।

গতরাতে সাংবাদিক সম্মেলনে পঠিত বক্তব্যে তিনি বলেন, আমাকে বিএনপির যুগ্মমহাসচির রুহুল কবীর রিজভীর বহিষ্কার করার এখতেয়ার নেই। তাছাড়া উপজেলা নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে টিলুর লোকজন হীন চক্রান্তের অংশ হিসেবে এ অপপ্রচার চালাচ্ছে। এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ চক্রান্তের বিরুদ্ধে তার পক্ষের নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপি একাংশের সিনিয়র সহসভাপতি মীর মহিউদ্দীন, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ, নাসির উদ্দীন নান্নু, উপজেলা যুবদল আহ্বায়ক মিজানুর রহমান মধু, মীর ইসমাইল হোসেন, আয়ুব হোসেন, আব্দুর রাজ্জাক, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মুন্না, মামুন মাস্টার প্রমুখ।

Leave a comment