জীবননগর উপজেলা নির্বাচনে অমল ধুন্দু খলিল ও রিনির ভাগ্য নির্ধারণ আজ

 

জীবননগর ব্যুরো: প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদের নিজ উপজেলা জীবননগরে আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীদের দীর্ঘ প্রচারণা আর নানা জল্পনা-কল্পনা ও আশঙ্কার মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। উপজেলা চেয়ারম্যান পদে অমল, ধুন্দু ও খলিল এবং রিনি, ভাইস চেয়ারম্যান পদে হাফিজ, আরিফ, মহিউদ্দিন ও আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকি, বিউটি, মুক্তা না পেয়ারা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের কে কে নির্বাচিত হচ্ছে তা নির্ধারণ হবে আজ।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৫৩টি কেন্দ্রের ৩৯৮টি কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১ লাখ ১৮ হাজার ৫৫৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ১৯৪ ও মহিলা ভোটার সংখ্যা ৫৯ হাজার ৩৬৪ জন।

জীবননগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন চেয়ারম্যান পদে- আওয়ামী লীগ সমর্থিত আবু মো. আব্দুল লতিফ অমল (আনারস), জামায়াত সমর্থিত অধ্যাপক খলিলুর রহমান (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত হাজি সাইদুর রহমান ধুন্দু (দোয়াত-কলম) ও বিএনপির অপরাংশ সমর্থিত ফারহানা আক্তার রিনি (কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান পদে- আওয়ামী লীগ সমর্থিত হাফিজুর রহমান (উড়োজাহাজ), বিএনপি সমর্থিত আরিফুজ্জামান আরিফ (টিউবওয়েল), জামায়াত সমর্থিত মাও. মোহাম্মদ মহিউদ্দীন (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম (তালা-চাবি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আয়েশা সুলতানা লাকি (কলস), বিএনপি সমর্থিত পেয়ারা বেগম (হাঁস), জামায়াতে ইসলামী সমর্থিত সামসুন্নাহার মুক্তা (ফুটবল) ও বিএনপি কর্মী মাহফুজা পারভীন বিউটি (প্রজাপতি)।

 

Leave a comment