ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

মদিনা সনদ অনুসারে দেশ পরিচালনা করা হবে

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মদিনা সনদ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনা করা হবে। এ সরকার পবিত্র কোরআন এবং সুন্নাহবিরোধী কোনো আইন পাস করবে না। গতকাল শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আলেম সমাজের প্রতি আহ্বান জানান। কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করা হবে না বলে আলেমদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার নারীনীতিতে পরিষ্কারভাবে বলেছে, আন্তর্জাতিক আইনের মধ্যে কোরআন সুন্নাহবিরোধী কিছু থাকলে বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত চলছে। মুসলমানেরাও একে অন্যের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, কারা এসব ব্যাপারে উসকানি দিচ্ছেন? আর এতে কারা লাভবান হচ্ছেন? প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি এ গোষ্ঠী আমাদের দেশেও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু সরকার যথাসময়ে পদক্ষেপ নেয়ায় তারা তা করতে পারেননি। তাদের অসৎ উদ্দেশ্য এখনো রয়েছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, যারা হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত থাকে, তাদের কোনো ধর্ম নেই।

মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড দেয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ইসলামি আইনেও রয়েছে খুনির শাস্তি শিরশ্ছেদ। ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহেও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। মুজিবনগরসহ কয়েকটি স্থানে শোভাযাত্রাও বের হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপপরিচালক এবিএম রবিউল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ১০টায় নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন এএসপি সার্কেল কামরুজ্জামান এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইস্রাফিল।

মেহেরপুর অফিস জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে উপপরিচালক কাজী আবু হোরাইরা’র নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে উপপরিচালক কাজী আবু হোরাইরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক একেএম শাহীন কবির, সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার আমানুল্লাহ আমান।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুজিবনগরে ফাউন্ডেশনের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অরুন কুমারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ফাউন্ডেশনের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাস্টার টেনার ইসলামিক ফাউন্ডেশন আহসানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন হাজি আহসান আলী খাঁন, ফিল্ড সুপার ভাইজার মনিরুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, র‌্যালি, আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের ঝিনাইদহের উপপরিচালক সুলতান আহমদ বক্তব্য রাখেন।

Leave a comment