আলমডাঙ্গায় কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভ উদ্বোধন
আলমডাঙ্গা ব্যুরো: জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে গতকাল শনিবার জাতীয় সংসদের ডেপুটি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গায় কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভ উদ্বোধন করেন। একই সাথে শহীদ পার্ক, শহীদ মাজার ও আলমডাঙ্গা ব্যায়ামাগারের নতুন স্থাপনা নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি। আলমডাঙ্গা পৌরসভাকর্তৃক আয়োজিত ওই জমকালো অনুষ্ঠানে পৌর প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি হুইপকে সংবর্ধনাও দেয়া হয়েছে। এ সময় ডেপুটি হুইপ বলেন, একুশের চেতনা আমাদের সযত্নে লালন করতে হবে। একুশ মানে অন্যায়ের প্রতিবাদ, একুশ মানে মাথানত না করা, একুশের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিলো। বাঙালির জীবনে সবচে বড় অর্জন ছিলো মুক্তিযুদ্ধ। এই নবনির্মিত শহীদ মিনারে দাঁড়িয়ে আমি অবাক হচ্ছি; পৌরমেয়র যে স্থাপনাগুলো নির্মাণ করেছেন, তা পৌরবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে। তার এ মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে হবে। আপনারা শুনে খুশি হবেন অচিরেই আলমডাঙ্গা শহরে একটি ১০ বেডের হাসপাতাল নির্মাণ করা হবে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ডেপুটি হুইপ আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে নবনির্মিত বিজয়স্তম্ভ উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুরোনো শহীদ মাজারস্থলে নতুন করে নির্মিতব্য শহীদ মাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিতব্য শহীদ পার্ক, আলমডাঙ্গা ব্যায়ামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুনর্নির্মিত আধুনিক নির্মাণশৈলীসমৃদ্ধ শহীদ মিনার উদ্বোধন করেন। এ সময় তিনি ব্রাইট মডেল স্কুল নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক শাফায়েত-উল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দীন আহমেদ সাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. আব্দুল মালেক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মধু। উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ ও মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকুর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা রাজা মাস্টার, মুক্তিযোদ্ধা আহসান মৃধা, মুক্তিযোদ্ধা মইনুদ্দিন, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা শামসুল হক, কোরবান আলী, জহুরুল ইসলাম, আলী আহমেদ, খন্দকার নাসির উদ্দিন, সাবেক, পৌর প্রকৌশলী ইঞ্জিনিয়ার তসলিম উদ্দিন, পৌর সচিব শফিকুল ইসলাম, প্রধান সহকারী খাইরুল ইসলাম নাছিম, কাউন্সিলর আহমেদ হাসীব রেজা, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাজী আলী আজগর সাচ্চু, আলাল আহমেদ জিহাদী জুলফিকার টুটুল এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধারা। ওই একই মঞ্চে ডেপুটি হুইপকে পৌরবাসীর পক্ষে আলমডাঙ্গা পৌরসভা গণসংবর্ধনা জ্ঞাপন করে। এ সময় মানপত্র পাঠ করেন পৌর সচিব শফিকুল আলম। এরপর হুইপকে পৌরবাসীর পক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।