মেহেরপুর জেলা যুবলীগ নেতাদের পুলিশ সুপারের সাথে সাক্ষাত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগ নেতারা মেহেরপুর পুলিশ সুপারের সাথে গতকাল সোমবার সাক্ষাত করেছেন। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরোন, দপ্তর সম্পাদক প্রভাষক আজাদুর রহমান, সদর থানা যুবলীগের সম্পাদক আল মামুন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিনহাজ প্রমুখ মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের সাথে সাক্ষাত করেন। মেহেরপুর সদর থানার ওসি রিয়জুল হকের অপসারণ বিষয়ে আশ্বস্ত করলে যুবলীগ নেতা ফিরে আসেন এবং আপাতত তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, মেহেরপুর সদর থানার ওসির অপসরণ দাবিতে রোববার সন্ধ্যায় মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলে ওসি রিয়াজুল হককে ঘুষখোর ও দুর্নীতিবাজ বলে অপসারণ দাবিতে যুবলীগ আল্টিমেটাম দেয়।