স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন লাড্ডুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা সানোয়ার হোসেন লাড্ডুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলাধীন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপি একাংশের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। বিএনপি একাংশের সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাওনাইন টিলু জেলা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মাঠে নামেন। তাকে পরে কেন্দ্রীয়ভাবেও দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা জাল বলে দাবি তুলে সংবাদ সম্মেলন করেন সানোয়ার হোসনে লাড্ডু। এরই এক পর্যায়ে গতকাল কেন্দ্রীয় বিএনপির তরফে জানানো হলো- সানোয়ার হোসেন লাড্ডুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি জানাজানি হলে গতরাতে একই অংশের বিএনপি নেতা আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন এক বিবৃতিতে বলেন, সানোয়ার হোসেন লাড্ডুকে বহিষ্কার করা হয়নি। ওই বিবৃতি জাল।