ভারত হয়ে ভুটান থেকে বিদ্যুত আসবে বাংলাদেশে

 

স্টাফ রিপোর্টার: ভারত হয়ে ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুত আনা হবে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুত আনার প্রক্রিয়া আগামী দু থেকে আড়াই বছরের মধ্যে শেষ হবে। নয়াদিল্লি সফররত পররাষ্ট্র সচিব শহীদুল হক গতকাল শুক্রবার ভারতের বিদ্যুত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাত্কালে দু দেশের মধ্যে এ সিদ্ধান্ত হয়। চার দিনের সফর শেষে পররাষ্ট্র সচিব আগামীকাল দেশে ফিরছেন। ভুটানের হাইডেল পাওয়ার প্ল্যান্ট থেকে ভারতের মধ্যদিয়ে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুত আসবে। একই দিন পররাষ্ট্র সচিব ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীর সাথে বৈঠক করেন। পররাষ্ট্র সচিবদ্বয়ের বৈঠকে সীমান্ত-সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, দু দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া রয়েছে। এ সম্পর্কের ভিত্তিতেই সীমান্ত সমস্যার সমাধান হবে। এছাড়া বিদ্যমান সীমান্ত ব্যবস্থাপনা আরো জোরদারে দু দেশ সম্মত হয়েছে। অন-এরাইভাল ভিসা সমস্যা দূর করার বিষয়েও তিনি আশ্বস্ত করেন। একই দিন পররাষ্ট্র সচিব ভারতের বস্ত্র সচিব জোহরা চ্যাটার্জির সাথে বৈঠক করেন।

Leave a comment